এনআরবি কানেক্ট নিউজ: অভিনয় ও গানের অনেক তারকাই যখন নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয়তার তুঙ্গে, তখনই কেউ কেউ পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। মঞ্চে কিংবা শুটিং ফ্লোরে ব্যস্ত সময় কাটানো সেই তারকাদের কয়েকজন এখন পুরোদস্তুর গৃহিণী। কেউবা জীবনযাপনের জন্য প্রবাসে ৯টা–৫টা চাকরি করছেন। সব মিলিয়ে কেমন কাটছে তাঁদের প্রবাসজীবন? যুক্তরাষ্ট্রে প্রবাসী কয়েকজন তারকার সঙ্গে যোগাযোগ করে...