PeopleNTech Business Hosting
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন শহীদুল ইসলাম

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন শহীদুল ইসলাম


এনআরবি কানেক্ট নিউজ: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে যোগ দেন তিনি। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এম শহীদুল ইসলাম রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

দূতাবাসে আসার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। পরে বঙ্গবন্ধু অডিটরিয়ামে দূতাবাসের সাধারণ সভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় শহীদুল ইসলাম সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ অবদান রাখার আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

একই সঙ্গে কনস্যুলার সেবার অধিকতর উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন শহীদুল ইসলাম। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির উপরও বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।


Ads